Wednesday, December 4, 2024

সর্বশেষ

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ‘রেড অ্যালার্ট’ চেয়ে ইন্টারপোলে চিঠি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে গতকাল তার কার্যালয় এ চিঠি দিয়েছে বলে জানান তাজুল ইসলাম।

আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা দুই দিন আগে ইন্টারপোলকে রেড নোটিশ জারি করার জন্য অনুরোধ করেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এই মামলার একজন আসামি এবং বর্তমানে তিনি পলাতক। আইজিপির মাধ্যমে সরাসরি প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে অনুরোধ করা হয়েছিল।’

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। তিনি বাংলাদেশের আওতার বাইরে। আন্তর্জাতিক পুলিশিং এজেন্সি হিসেবে ইন্টারপোলকে তার (শেখ হাসিনা) গ্রেপ্তার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

ইন্টারপোলের ওয়েবসাইট অনুযায়ী, কোনো ব্যক্তিকে শনাক্ত এবং সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য অনুরোধ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য রেড নোটিশ জারি করা হয়। এটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়।

ট্রাইব্যুনাল আজ জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেনসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান প্রধান প্রসিকিউটর।

তিনি বলেন, ‘জাকির হোসেনসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে যাত্রাবাড়ীতে নৃশংসতার অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থা এই কর্মকর্তাদের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেছে।’

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তাজুল বলেন, ‘সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশন অনুরোধ করেছিল এবং আদালত থেকে অনুমতিও পাওয়া গেছে।’

জিয়াউল আহসান জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক। ট্রাইব্যুনালের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জিজ্ঞাসাবাদের তারিখ জানানো হয়নি বলে উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.