নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে মান্দা- মহাদেবুপর উপজেলার সীমান্তবর্তী (লক্ষীরামপুর-মদনচক) এলাকায় আত্রাই নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্রাই নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। তবে,এখন পর্যন্ত ওই অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।