বান্দরবানে রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তিন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ সন্ত্রাসীদের একটি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বান্দরবানে রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নে ৫নং ওয়ার্ড এলাকায় শুক্রমনি তনচঙ্গ্যা পাড়ার কাছের জঙ্গলে গতকাল রাত থেকে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। ভোর থেকে আজ সকাল পর্যন্ত ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে রুমায় কেএনএফের তিন সন্ত্রাসী নিহত হওয়ার খবর টিভিতে দেখেছি। তবে ওনারা এ বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি।