Saturday, April 19, 2025

সর্বশেষ

বাংলাদেশকে ধবলধোলাই করে শোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

দুই বছর আগের সেই সিরিজে চোখের সামনেই সবকিছু ঘটতে দেখেছেন শাই হোপ। প্রভিডেন্সে অনুষ্ঠিত তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সুযোগ পেলে এমন জ্বালা কে না মেটাতে চায়! হোপও ঠিক তাই চান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ধবলধোলাই করতে চান হোপ।

সেন্ট কিটসে প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়, গতকাল রাতে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়—ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতার পর হাতে আছে আর এক ম্যাচ। বাংলাদেশের জন্য সেটি যেমন ধবলধোলাই এড়ানোর, ওয়েস্ট ইন্ডিজের জন্য ঠিক উল্টোটা।

সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশের কাছে ধবলধোলাই হতে হয়েছে ক্যারিবিয়ানদের। তেতো সেই স্বাদটা এবার তাঁরা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায়।

ওয়ার্নার পার্কে কাল সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণীতে সেই ইচ্ছাই জানিয়েছেন হোপ, ‘খুব ভালো লাগছে। পাওয়া প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেইডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।’

আগে ব্যাট করে ২২৭ তোলা বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে হারিয়েছে ৩ উইকেট। একপর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট পড়েছিল বাংলাদেশের। মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৮ম উইকেটে ৯২ রানের জুটি বাংলাদেশের স্কোরকে ভদ্রস্থ করেছে। ক্যারিবিয়ান পেসার সিলস ৯ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮টি দল সরাসরি আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। হোপ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতেই সামনের ম্যাচগুলো জিতে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠতে চান, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.