Saturday, April 19, 2025

সর্বশেষ

কুয়েতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে

সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও দেখা দিয়েছে আবহাওয়ার ভিন্ন চিত্র। যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে দেশটিতে তাপমাত্রা বিরাজ করছে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশেষত গ্রামীন ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সোমবার থেকে মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ‍দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে।

কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চ-চাপ ব্যবস্থার মধ্যে রয়েছে এমন তথ্য জানিয়ে দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন, এই উচ্চ-চাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের শীতলতা এবং দক্ষিনপশ্চিমাঞ্চল থেকে আসা নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যকার মিথস্ক্রিয়ার ফলাফল। এছাড়া এ শৈত্যপ্রবাহের জন্য আবহাওয়ার উচ্চ-চাপ ব্যবস্থাকে দায়ী করেছেন তিনি। দাহরার আল আলী।

দাহরার আল আলী বলেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

কুয়েতের প্রতিবেশী দেশ সৌদি আরবেও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। সেই দেশেরও অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৩ ডিগ্রিতে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.