রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বেলপুকুরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে রেলওয়ের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
রাজশাহীর রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, “ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিট রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। হরিয়ানা স্টেন পার হওয়ার পর বেলপুকুরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।”
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ানা স্টেশনে আটকা পড়ে আছে বলে জানান তিনি।
বনলতা এক্সপ্রেস ট্রেনের রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা এবং সিল্কসিটি ট্রেনের ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় দুর্ভোগে পড়েছেন এসব ট্রেনের যাত্রীরা।
এছাড়া, খুলনাগামী মহামন্দা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে বলে জানা গেছে।
শহিদুল আলম বলেন, “রেল লাইন ক্লিয়ার হতে বেলা সাড়ে ১১টা বেজে যাবে।”