Saturday, April 19, 2025

সর্বশেষ

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান, লাঠিচার্জ

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দসম্বলিত গ্রাফিতি বদলে দেওয়ার প্রতিবাদে ঢাকায় এনসিটিবি কার্যালয়ের সামনে গতকাল আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজকের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয় ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষাভবনের সামনে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

এসময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ।

এর আগে রাজু ভাষ্কর্যের সামনে ব্রিফিং করে সচিবালয় ঘেরাওয়ের কথা জানায় বিক্ষোভকারীরা। এসময় গতকালের হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে প্রায় দেড়শ জন মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ একসময় জলকামান ব্যবহার করে এবং টিয়ারশেল ব্যবহার করে এবং লাঠিপেটা করে। এসময় বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.