Sunday, April 20, 2025

সর্বশেষ

‘চোরের ওপর বাটপারি’

দেশের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল কেনা হয় চট্টগ্রামের ধনিয়ালাপাড়ায়। কেনা মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে সব জায়গায় নতুন রঙ করা হয়। আগের রঙ বদলানো শেষে তা আবার বাঁধাই করা হয়। চুরি করা মোটরসাইকেলকে পুরো নতুন রূপ দিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

পুলিশ জানিয়েছে, এমন একটি চক্র দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কিনে তা আবার বিক্রির সঙ্গে জড়িত। ফরহাদ শুভ নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামের ধনিয়ালাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, ফরহাদ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার নিজস্ব একটি গ্যারেজ আছে। তিন দিন আগে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্তে ফরহাদের সম্পৃক্ততা পায় পুলিশ। গ্রেপ্তার করতে গিয়ে তার বাড়ির গ্যারেজ থেকে ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফরহাদ একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। সে গাড়ি চুরি করে গাড়ির যন্ত্রাংশ সম্পূর্ণ আলাদা করে ফেলে। এমনকি যন্ত্রাংশের রঙ পরিবর্তন করে নতুন রঙের মোটরসাইকেল তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন দুর্গম অঞ্চলে বিক্রি করে দেয়। এ কারণে চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.