Saturday, April 19, 2025

সর্বশেষ

শিক্ষায় নারীর ক্ষমতায়নের জন্য জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রাম

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইউ-গো এবং জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রামের আওতায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে “ব্রিজিং ফিউচার্স: জাগো উইমেন স্কলার্স কনেক্ট” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে একত্রিত হন স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ ও এই উদ্যোগের পৃষ্ঠপোষকরা এবং তুলে ধরেন তাঁদের অভিজ্ঞতা। এই উদ্যোগটির মূল লক্ষ্য বাংলাদেশের মেয়েদের উচ্চশিক্ষার পথে অন্তরায় দূর করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনের পথ উন্মোচন করা।

২০২২ সালে শুরু হওয়া এই স্কলারশিপ প্রোগ্রামটি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল নারী শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে। মাসিক বৃত্তির পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পরামর্শদান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত করা হয়। এ পর্যন্ত ২৭৬ জন শিক্ষার্থী এই সুবিধা পেয়েছেন, এবং চলমান তৃতীয় কোহর্টের মাধ্যমে প্রোগ্রামটির প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।

ইউ-গো এর প্রতিষ্ঠাতা ও সিইও, জন উড বলেন, “শিক্ষা জীবনকে পরিবর্তন করে এবং আমরা এই যাত্রার প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছি। আমরা সকলে মিলে একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবো। শিখতে থাকো, চেষ্টা চালিয়ে যাও এবং নিজের উপর সবসময় আস্থা রাখো।”

ইউ-গো এর প্রোগ্রাম পরিচালক টম মনরো বলেন, “শিক্ষা সম্ভাবনার দ্বার খুলে দেয়। দুই কন্যার বাবা হিসাবে, আমি জানি মেয়েদের শিক্ষার সুযোগ পাওয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং আমি চাই তোমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হোক।”

অনুষ্ঠানে মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডেন্স এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির গুরুত্বের দিকগুলোও উঠে আসে। পেশাগত খাতে কীভাবে সফল হওয়া যায়, নিজের উন্নয়নের জন্য কীভাবে অভিজ্ঞতা অর্জন করা যায় এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নিজেকে রোল মডেল হিসেবে গড়ে তোলার বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী এবং পৃষ্ঠপোষকরা আলোচনা করেন।

জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাখসান্দ বলেন, “তরুণ শিক্ষার্থীদের জীবন পরিবর্তনের জন্য আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। উচ্চশিক্ষা অর্জনে যারা নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এই প্রোগ্রামটি তাদের উদ্দেশ্যেই।”

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এর ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক বলেন, “দৃঢ়তা, শক্তি এবং আশার সাথে স্বপ্নগুলোকে লালন করতে আমরা বিশ্বাস করি। তরুণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে তাদের শিক্ষার জন্য বিনিয়োগ করা এবং তাদেরকে সুযোগ প্রদান করা আমাদের দায়িত্ব। ”

জাগো ফাউন্ডেশন, ইউ-গো এবং দাতাদের সমর্থনে জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রামটির কার্যক্রম ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। “ব্রিজিং ফিউচারস: জাগো উইমেন স্কলারস কানেক্ট”-এর মতো উদ্যোগ নারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাগো ফাউন্ডেশন, ইউ-গো এবং পৃষ্ঠপোষকদের অব্যাহত সহযোগিতায় প্রোগ্রামটি সারা বাংলাদেশের নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে যাচ্ছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.