বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট টেকনোলজি ইনোভেশন ব্র্যান্ড অপো এর সর্বাধুনিক ফোল্ডেবল ডিভাইস অপো ফাইন্ড এন৫ নিয়ে এসেছে, যা এখন বাংলাদেশ থেকেই দেখা যাবে। বিশ্বের সবচেয়ে পাতলা এই বুক-স্টাইল ফোল্ডেবল ডিভাইসটি ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ব্যবহারকারীদের সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে।
এখন ঢাকার নির্ধারিত বেশকিছু জায়গায় এই স্মার্টফোনটি দেখা যাবে। ক্রেতারা এখন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আলফা, বেটা ও জোন ১ এবং যমুনা ফিউচার পার্কের অপো পার্ক, দর্পন ও মিস কল ঘুরে দেখার মাধ্যমে এই স্মার্টফোনের বিশেষত্ব সম্পর্কে জানার সুযোগ পাবেন।
ফোল্ড থাকা অবস্থায় ৮.৯৩ মিলিমিটার ও আনফোল্ড অবস্থায় ৪.২১ মিলিমিটারের স্মার্টফোন অপো ফাইন্ড এন৫ স্লিম ডিজাইনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। টাইটানিয়াম অ্যালোয় ফ্লেক্সিকন হিঞ্জ টেকনোলোজি সমৃদ্ধ এর ফোল্ডেবল মার্বেল মুভমেন্টের ক্ষেত্রে স্ট্রেন্থ ও ফ্লুইডিটি দুটিই বজায় রাখবে। এর সাথে থাকা শিল্ডেড অ্যালুমিনিয়াম অ্যালোয় ফ্রেম এর ডিউরাবিলিটি নিশ্চিত করার পাশাপাশি, আপনার হাতেও দিবে অসাধারণ অনুভূতি। এর প্রতিটি ফোল্ডই নিরবচ্ছিন্ন, যার আকার ও কার্যক্ষমতাও একইসাথে অনবদ্য।
ফাইন্ড এন৫ এর ৮.১২ ইঞ্চি এলটিপিও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট। ফলে এর প্রতিটি স্ক্রল, সোয়াইপ ও স্ট্রিম হবে অনেক বেশি স্মুথ ও নিখুঁত। এতে থাকা আলট্রা-থিন ন্যানোক্রিস্টাল গ্লাস ও ডুয়েল শিল্ডেড ফ্লেক্সিবল স্ক্রিন একদিকে যেমন ফোনটিকে সুরক্ষা দিবে, তেমনি প্রতিটি কোন থেকে রাখবে একদম পরিচ্ছন্ন। ফলে, কনটেন্ট দেখা হোক বা আইডিয়া স্কেচ করা থেকে শুরু করে রাস্তায় বসে কিছু এডিট করা, সবই হবে আগের চেয়ে অনেক বেশি অনন্য।
এছাড়াও, অপো ফাইন্ড এন৫ স্মার্টফোনে রয়েছে সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট প্ল্যাটফর্ম, ১৬ জিবির অনবদ্য র্যাম ও ৫১২ জিবির ইন্টারনাল স্টোরেজ। আপনার হাতে থাকা এই ফোনটি পারফরম্যান্সের দিক থেকে যেমন সমৃদ্ধ হবে; ঠিক তেমনি, ভারি কোনো অ্যাপ চালানো, স্ক্রিনজুড়ে মাল্টিটাস্ক করা বা ক্রিয়েটিভ কোনো ওয়ার্কফ্লো শেষ করার ক্ষেত্রে একইরকম সাবলীল ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। এটি কেবল আর কোনো স্মার্টফোন থাকছে না, বরং এটি হয়ে উঠছে আপনার আধুনিক জীবনের জন্য প্রয়োজনীয় পকেট-সাইজড পাওয়ারহাউজ।
ডিভাইসটির পারফরম্যান্স নিরবচ্ছিন্ন করতে এতে নিয়ে আসা হয়েছে ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা কাজ ও বিনোদনকে আরও বেশি সহজ করে তুলবে। ব্যাটারির ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি নিশ্চিন্ত রাখতে এতে ব্যবহার করা হয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং। মাত্র কয়েক মিনিটের চার্জেই এটি আপনাকে সারাদিনের জন্যে রাখবে একদম নিশ্চিন্ত।
অনবদ্য ব্যাটারি ও ডিসপ্লে ছাড়াও, ফাইন্ড এন৫ আপনার ফটোগ্রাফির সৃজনশীলতাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। হ্যাসেলব্লাডের সাথে কো-ডেভেলপড ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এতে; এর মধ্যে আছে – ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। ক্যামেরায় থাকা এআই-সমৃদ্ধ সেটআপের কারণে এখন সিটিস্ক্যাপের ছবি হোক বা কাছ থেকে তোলা কোনো পোর্ট্রেইট, এর প্রতিটি ছবিই হবে একদম নিখুঁত ও ঝকঝকে। প্রখর সূর্যের নিচে হোক বা রাতে, এখন এর এআই-এমপাওয়ার আপনার ভেতরের ফটোগ্রাফারকে জাগিয়ে তুলবে, আপনার তোলা ছবিকে করে তুলবে একদম পেশাদারদের মতোই।
ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এবং ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি কানেক্টেড করতে এতে ব্যবহার করা হয়েছে কালারওএস ১৫। অপো সিস্টেম কানেক্টের মাধ্যমে এটি আপনার ম্যাক সিস্টেমের সাথে ইন্টেগ্রেটেড থাকবে, ফলে ফাইল ট্রান্সফার বা ক্রস-ডিভাইস কন্ট্রোল হবে আগের চেয়ে অনেক সহজ। গুগলের এআই-ভিত্তিক অ্যান্ড্রয়েড প্রোডাক্টিভিটি টুলের মাধ্যমে এটি আপনার সৃজনশীলতাকেও নিয়ে যাবে অনন্য উচ্চতায়। মিটিং করা হোক, প্রেজেন্টেশন এডিট করা হোক বা কোনো কনটেন্ট তৈরি করা হোক, এর পুরোটাই থাকবে আপনার হাতের মুঠোয়।
কানেক্টিভিটি নিরবচ্ছিন্ন রাখতে ফাইন্ড এন৫-এ ব্যবহার করা হয়েছে অ্যান্টেনা আর্কিটেকচার, যা আপনার নেটওয়ার্ক পারফরম্যান্সকে করবে আরও বেশি শক্তিশালী ও কার্যকর। নিরলস কমিউনিকেশন হোক বা স্মুথ ডেটা শেয়ারিং, এমনকি প্রতিকূল আবহাওয়াতেও এটি একইরকম পারফরম্যান্স নিশ্চিত করবে।
নান্দনিকতা ও উদ্ভাবনের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ফাইন্ড এন৫; এর স্লিমলাইন ডিজাইন, কার্ভড সিমেট্রি ও এতে ব্যবহৃত অসাধারণ সব ম্যাটেরিয়াল ডিভাইসটিকে পারফরম্যান্সের ক্ষেত্রে অনবদ্য ও অতুলনীয় করে তুলেছে। যা সৌন্দর্য ও প্রযুক্তিকে একসাথে ফুটিয়ে তোলার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতিকেই তুলে ধরে।
এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “অপো ফাইন্ড এন৫ কেবল কোনো সাধারণ ফোল্ডেবল নয়; একইসাথে, এটি আমাদের আগামীদিনের ইন্টেলিজেন্ট ও এলিগেন্ট স্মার্টফোনের ধারণাও দেয়। বাংলাদেশের মানুষের জন্য এই ফোনটি সামনাসামনি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি একটি ফোনের চেয়েও বেশি কিছু, এটি আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করবে, আপনার কার্যক্ষমতা বাড়িয়ে আপনাকে প্রতিদিন সমৃদ্ধ করে তুলবে।”
মোবাইল উদ্ভাবনের ধারণাকে পুরোপুরি বদলে দিতে অপো এই ফাইন্ড এন৫ নিয়ে এসেছে। দেখতে একদম প্রফেশনাল এই ফোনটি আপনার ডিজিটাল কাজগুলোকে প্রয়োজনমতো গুছিয়ে দিয়ে আপনার সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে; কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জীবনকে উপভোগ করা বা টেক-প্রেমী হিসেবে আপনার যাত্রাকে আরও সাবলীল করবে। ফোল্ড ও আনফোল্ডের পাশাপাশি, আরও সমৃদ্ধ অভিজ্ঞতার নিশ্চয়তা দিচ্ছে অনন্য এই স্মার্টফোন।
অপো ফাইন্ড এন৫ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্ক ঘুরে আসতে পারেন। অথবা, এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও আপডেট হালনাগাদ থাকতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক ফেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করতে পারেন।