Monday, July 21, 2025

সর্বশেষ

সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি তাদের ‘সফোস ম্যানেজড রিস্ক’ পরিষেবায় যুক্ত করেছে নতুন ফিচার। ইন্টারনাল অ্যাটাক সারফেস ম্যানেজমেন্ট (আইএএসএম বা IASM) নামের এই ফিচারটিতে ব্যবহার করা হয়েছে টেনেবল (Tenable)-এর প্রযুক্তি।

অনেক প্রতিষ্ঠানই বুঝতে পারেনা যে তাদের সিস্টেমের কোথায় কোথায় দুর্বলতা আছে। নতুন এই ফিচারের সাহায্যে প্রতিষ্ঠানগুলোর সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটিগুলো শনাক্ত করা যাবে। সফোসের ‘স্টেট অফ র‍্যানসমওয়্যার ২০২৫’ রিপোর্টের অনুযায়ী, গত এক বছরে র‍্যানসমওয়্যার হামলায় শিকার হওয়া ৪০ শতাংশ প্রতিষ্ঠান নিজস্ব সিস্টেমে ঝুঁকি থাকার কারণে আক্রমণের শিকার হয়েছে। এই সমস্যা সমাধানে সফোস ম্যানেজড রিস্ক এখন এক্সটারনাল ও ইন্টারনাল—দুই দিক থেকেই প্রতিষ্ঠানের সাইবার হামলা হওয়ার মতো সম্ভাব্য জায়গাগুলোর ওপর নজর রাখবে।

আইএএসএম ফিচার যুক্ত সফোস ম্যানেজড রিস্ক পরিষেবার সুবিধা হলো— এতে কোনো ক্রেডেনশিয়াল বা বিশেষ অ্যাক্সেস ছাড়াই একজন বাইরের হ্যাকারের মতো করে সিস্টেমের ঝুঁকি বা সমস্যা বিশ্লেষণ করা যায়। এভাবে প্রতিষ্ঠানগুলো তাদের সিস্টেমে কোন খাতে দুর্বলতা রয়েছে আগে থেকে জানতে সক্ষম হবে।

আইএএসএম এর কিছু মূল ফিচার:

সমন্বিত ত্রুটি ব্যবস্থাপনা: এতে নিয়মিত অটোমেটেড স্ক্যানিং করে নেটওয়ার্কের ভিতরে কোথায় কোথায় দুর্বলতা আছে, তা খুঁজে বের করা হয়।

এআইয়ের ব্যবহার: কোন সমস্যাগুলো বেশি বিপজ্জনক এবং আগে সমাধান করা দরকার, তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে বাছাই করে দেয় এবং এতে ঝুঁকির মাত্রা কমে আসে।

উন্নত টেকনোলজি: এই স্ক্যানিং এর জন্য ব্যবহার করা হয়েছে টেনেবল এর Nessus Scanner স্ক্যানিং টুল।
সফোসের বিশেষ সুবিধা: এক্সটার্নাল অ্যাটাক সার্ফেস ম্যানেজমেন্ট (EASM) এবং IASM-এই দুইটি পরিষেবার সমন্বয়ে সফোসের ইন্টিগ্রেটেড ম্যানেজড সার্ভিস রয়েছে।

আইএএসএম ফিচারটি সফোস ম্যানেজড রিস্ক এর সকল গ্রাহকরা ব্যবহার করতে পারবে। এতে কোনও ফি বা লাইসেন্স লাগবে না।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারে এই ঠিকানায়

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.