Wednesday, December 4, 2024

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে চাকরি, লাগবে কোনো ফি

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত ১২টি শূন্য পদে আবেদন ফি ছাড়াই অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

১. পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)

পদসংখ্যা: ১২

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক ডিগ্রি বা আইন বিষয়ে স্নাতক অথবা কোন স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ (তিন) বছর মেয়াদী স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং বাংলাদেশ বার কাউন্সিল এর সনদপ্রাপ্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় নূন্যতম ২টি তে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষা জীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ২১-৩২ বছর হতে হবে। জন্মতারিখ সর্বনিম্ন ০৮/১২/২০০২ এবং সর্বোচ্চ ০৮/১২/১৯৯১ পর্যন্ত হতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে যাদের সিভি আছে, তারা ওই সিভির মাধ্যমে আবেদন করবেন।

আবেদনপত্র জমাদানের সময়সীমা: ০৭ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.