Friday, October 17, 2025

সর্বশেষ

ব্যাটারি চালিত রিকশা নিবন্ধন হলে সড়ক দুর্ঘটনা দ্বিগুণ বাড়বে

অন্তর্বর্তী সরকারের ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন দেয়ার উদ্যোগের পরিকল্পনায় গলদ আছে। তাই অটোরিকশা নিবন্ধন দেয়া হলে দেশে সড়ক দুর্ঘটনা দ্বিগুণ হবে। এ কথা বলেছে যাত্রী কল্যাণ সমিতি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বার্তায় প্রতিবেদনটি তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।

সেপ্টেম্বরে দেশের গণমাধ্যমে ৫০৪ টি সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত ও ৯৬৪ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এ মাসে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত, ৩ জন আহতের তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। তথ্যমতে, নৌপথে ১৩ দুর্ঘটনায় নিহত ১৭, আহত ১৫ ও ৩ জন নিখোঁজ রয়েছে।

সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৬৭টি দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত এবং ৯৮২ জন আহত হয়েছে। এই সময়ে ১৯১ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত, ১৮৮ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৮৯ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ৬৪ শতাংশ ও আহতের ১৯ দশমিক ৫০ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে— ১২৬টি সড়ক দুর্ঘটনায় ১২২ জন নিহত ও ২১৬ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে— ২২ টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭৭২টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৯ দশমিক ০১ শতাংশ মোটরসাইকেল, ২২ দশমিক ০২ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৬ দশমিক ৫৮ শতাংশ বাস, ১২ দশমিক ১৭ শতাংশ ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক, ৭ দশমিক ৩৮ শতাংশ সিএনজি চালিত অটোরিকশা, ৭ দশমিক ২৫ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫ দশমিক ৫৬ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হচ্ছে— বর্ষায় ক্ষতিগ্রস্থ হয়ে দেশের সড়কের মাঝে ছোট বড় গর্তের সৃষ্টি, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি অটোরিকশা, নসিমন-করিমনের অবাধে চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা সড়কবাতি না থাকা, হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধবাঁকের সৃষ্টি, নির্মাণ ক্রটি, যানবাহনের ক্রটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া ও বিরামহীন যানবাহন চালানো।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.