Thursday, December 5, 2024

সর্বশেষ

এবার ইধিকার সঙ্গে শরিফুল রাজ

মাস কয়েক আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে সিনেমায় কাজ করার গুঞ্জন উঠেছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। তবে সে সময় বিষয়টি নিয়ে খোলাসা করেননি তিনি। অবশেষে রাজ-ইধিকার সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।

সে সময় ইধিকা জানিয়েছিলেন, তার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু গল্পটা না পড়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। অবশেষে রাজের সঙ্গে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা।

জানা গেছে, বাংলাদেশি সিনেমা ‘কবি’—তে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটি নির্মাণ করবেন হাসিবুর রেজা কল্লোল। কলকাতাতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটি নিয়ে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। মন দিয়ে করার চেষ্টা করব। আশা করছি আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে।

মূলত অ্যাকশন আর প্রেমে মোড়কে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহর কলকাতা। সিনেমায় রাজ-ইধিকা ছাড়া আরও দেখা যাবে ঢাকার মিশা সওদাগর কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ একাধিক অভিনেতাকে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.