Wednesday, December 4, 2024

সর্বশেষ

বিজয়ের উল্লাসে এক মঞ্চে ৫ ব্যান্ড

বিজয় দিবস উপলক্ষে এক দিন আগে কনসার্টের আয়োজন করেছে টান-রাট ইনস্টিটিউট। ১৫ ডিসেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। এর শিরোনাম বিজয় উল্লাস কনসার্ট।

দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে এ কনসার্টে। দলগুলো হলো- ওয়ারফেজ, আর্টসেল, অ্যাশেজ, মেঘদল, অ্যাভয়েড রাফা। তাদের সঙ্গে মঞ্চে একক সংগীত পরিবেশন করবেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। কনসার্টের স্লোগান ঠিক করা হয়েছে- নাউ দ্য হিস্টোরি, সেলিব্রেট দ্য ভিক্টোরি।

এমন একটি আয়োজনে যুক্ত হতে পেরে আনন্দিত ব্যান্ড ওয়ারফেজ। ব্যান্ডের ড্রামার ও প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ মনিরুল আলম টিপু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতিবছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়।

দিনটি স্মরণ করে রাখতে প্রতিবছরই আমরা দেশের বিভিন্ন শহরে আয়োজিত কনসার্টে অংশগ্রহণ করি। সেই ধারাবাহিকতায় এবার ঢাকায় বিজয় উল্লাস কনসার্ট আয়োজন করা হয়েছে। এমন একটি আয়োজনে পারফর্ম করা সব সময়ই আনন্দের ও গর্বের। কনসার্টে আমরা আমাদের গানের পাশাপাশি দেশের গানে পারফর্ম করব।’

এই কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত প্রীতম হাসানও। তিনি সবাইকে বিজয় দিবসকে উদযাপন করতে কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ ঢাকায় ৮ ডিসেম্বর দুটি কনসার্ট অনুষ্ঠিত হয়। একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, অন্যটি রাজধানীর আলোকিতে। দুটি কনসার্টেই পারফর্ম করে ওয়ারফেজ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.