Thursday, December 5, 2024

সর্বশেষ

হরতাল সফলে রাজধানীতে রিজভীর নেতৃত্বে ৩৫-৪০ জনের মিছিল

হরতাল সফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

সরকার পতনের একদফা ও তফসিল বাতিলের দাবিতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়েসরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, জসিম শিকদার রানা, সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য এ এস এম জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রিয়াদ মো. ইকবাল হোসেন, রাফিজুল হাই রাফিজ, এবিএম মাহমুদ সরদার, মো. আরিফুল হক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, নাদির শাহ পাটোয়ারী, আতাউর রহমান খান, ফয়সাল আহম্মেদ সোহেল, আলি জাহ্ আহম্মেদ মিজান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাসরিন রহমান পপি, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, মাজহারুল ইসলাম মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মাকসুদা মনি, আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা খান, সাবেক ছাত্রনেত্রী তানিয়া আকতার, মহানগর উত্তর ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন, জয়া, ঢাকা কলেজ ছাত্রদল সহ সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বিএম কাওসার- সাধারণ সম্পাদক ৭১ হল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ ভূঁইয়া, আসাদুল ইসলাম সোহেল, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি আব্দুল মমিন, বাগেরহাট জেলা যুবদল সহ-সভাপতি কাজী মনজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোহেলের নেতৃত্বে মিছিল

হরতালের সফলে রাজধানীতে অপর এক মিছিলে নেতৃত্ব দেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মিছিলটি শান্তিনগর মোড় থেকে কাকরাইল হয়ে নাইটিংগেল মোড় পর্যন্ত যায়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও রাশেদ সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.