এর আগে ‘লয়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-র মতো সিনেমায় কাজ করেছেন তৃপ্তি ডিমরি। দর্শকের কাছে পরিচিত মুখ তিনি। তবে নিজের চেনা ছক থেকে বেরিয়ে ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি। তাতেই মিলল সাফল্য।
রণবীর কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় যেন সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয়। কয়েক মিনিটের চরিত্রে দেখা গিয়েছে তৃপ্তিকে ‘অ্যানিম্যাল’ সিনেমায়। কিন্তু দর্শকমনে জায়গা করে নিয়েছেন নায়িকার চেয়েও বেশি। রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এর তকমা পেয়েছেন তিনি। সমাজমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা বাড়ছে রকেটের গতিতে। এর মাঝেই জোর গুঞ্জন, প্রেমে পড়েছেন তৃপ্তি।
এক সময় অভিনেত্রী আনুশকা শর্মার ভাই ও তার প্রথম সিনেমা ‘বুলবুল’-এর প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি। ২০২২ সালের শেষ রাতে নিজের জীবনের ভালবাসার মানুষ কর্ণেশ শর্মার সঙ্গে সোহাগে ভরা ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর দেন। কিন্তু হঠাৎই ছন্দপতন, সম্পর্কে চিড় ধরেছে তাদের। শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা!
তার পরই ‘অ্যানিম্যাল’-এ আকাশছোঁয়া সাফল্য। এবার শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তৃপ্তি। সম্প্রতি এক বিয়েবাড়িতে যান অভিনেত্রী, সেখানেই ধরা জানাজানি হয় বিষয়টা। খবর, মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি।
কিন্তু কে এই স্যাম? ২০০২ সালে একটি খ্যাতনামা সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন এই স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি। সম্প্রতি স্যামের সঙ্গে সেলফিতে ধরা দিয়েছেন তৃপ্তি। তার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে জোর চর্চা চারপাশে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে শোনা যায়নি তৃপ্তিকে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা