Thursday, December 5, 2024

সর্বশেষ

শরীয়তপুরে ভর্তুকি মূল্যে কৃষকের কাছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর

কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শরীয়তপুর সদরের কৃষকের মধ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৩২ লাখ টাকা দামের কমবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরের সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কমবাইন্ড হারভেস্টার হস্তান্তর করা হয়।

রোববার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের কৃষক লুৎফর রহমানের হাতে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে কমবাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক ড. রবীআহ নুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তারসহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকতাগণ।

উপ-পরিচালক ড. রবীআহ নুর আহমেদ বলেন, উচ্চমূল্যের শ্রমিক মজুরী ও শ্রমিক সংকটের এ সময়ে সরকার কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমাতে কাজ করে যাচ্ছে। কমবাইন্ড হারভেস্টারের মাধ্যমে ফসল কর্তনে কৃষকের ৫০ শতাংশেরও বেশি সাশ্রয় হবে। এর মাধ্যমে যেমন উৎপাদন ব্যয় কমে আগের তুলনায় কৃষক অধিক লাভবান হবেন। অন্যদিকে বাণিজ্যিক কৃষিও এগিয়ে যাবে।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আমরা সবাই মিলে সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করলেই আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ গতিশীল হবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.