Sunday, April 20, 2025

সর্বশেষ

বছর শেষে রিয়েলমি স্মার্টফোনে ছাড়

২০২৩ সালকে বিদায় জানানোর আর অল্প কিছুদিন বাকি, আর বছরের শেষটি স্মরণীয় করে রাখতে রিয়েলমি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন– ইয়ার-এন্ড সেল-ব্রেশন! ক্যাম্পেইনের আওতায় রিয়েলমির নির্ধারিত কিছু ডিভাইসে ক্রেতারা আকর্ষণীয় ছাড় পাবেন।

শুধুমাত্র রিয়েলমির নিজস্ব স্টোর থেকে স্টক শেষ হওয়া পর্যন্ত এই ছাড় চলবে।

বছর শেষের ছুটির দিনগুলো জমিয়ে উদযাপন করতে রিয়েলমি সি৫৫ (৬+১২৮ জিবি) স্মার্টফোনটি ইয়ার-এন্ড সেল-ব্রেশন’এর ছাড়মূল্যে এখন পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯৯ টাকায়!

যারা দ্রুত চার্জিং সুবিধা সম্পন্ন একটি ডিভাইস খুঁজছেন, তাদের জন্য ক্যাম্পেইনের বিশেষ মূল্যে রিয়েলমি সি৫৩ (৬+১২৮ জিবি) স্মার্টফোনটি রয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকায়। ডিভাইসটির অনন্য চার্জিং সুবিধার কারণে ৪৬ মিনিটের মধ্যেই ব্যবহারকারীরা শতভাগ চার্জ উপভোগ করতে পারবেন।

বিশেষ এই অফারের আওতায় আরো রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা যুক্ত রিয়েলমি সি৫১ (৪+৬৪ জিবি), যার মূল্য এখন ১২ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া শক্তিশালী প্রসেসর যুক্ত রিয়েলমি সি৩০এস এর দুটি ভ্যারিয়েন্ট ইয়ার-এন্ড সেল-ব্রেশন’এর ছাড়মূল্যে এখন পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯৯৯ টাকা (২+৩২ জিবি) এবং ১০ হাজার ৯৯৯ টাকায় (৩+৬৪ জিবি)।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.