Wednesday, December 4, 2024

সর্বশেষ

কালো পোয়াগুলো বিক্রি হলো সাড়ে ৩০ লাখে

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া ১৫৯টি কালো পোয়া বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। যদিও মাছগুলোর দাম হাঁকানো হয়েছিলো ২ কোটি টাকা, তবে তার অর্ধেক দামও পাননি তিনি।

শনিবার চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে ‘মা মরিয়ম ফিশিং’ নামের একটি প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেন।

জানা গেছে, আকারে ৬ কেজি করে ওজন যেগুলোর হয়েছে, সেগুলার দাম এসেছে ১৪ লাখ টাকা। আর যেগুলোর ওজন ৯ কেজির ওপর, সেগুলোর দাম ১৬ লাখ ৫০ হাজার টাকা এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। তিনি বলেন, ‘মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তাদের ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। তারা সবাই খুবই খুশি। আমরা এলাকার মানুষও খুশি।’

শুক্রবার সাগরের মহেশখালী চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।

১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মোজাম্মেল এবং তার কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো একনজর দেখতে ঘাটে ভিড় জমায় যায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.