বই
বই জীবনে আলোর দিশা
নিত্য চলার সাথী,
সরল পথে অনল আশা
আঁধার ঘরের বাতি।
জ্ঞান পিয়াসুর মনের সুধা
পূরণ করে বই,
বই সমাজে সবার তরে
সফলতার মই।
ন্যায় নীতি আর শালীনতা
বইয়ে থাকে জুড়ে,
অজানা সব জানতে পারি
বইয়ের পাতা পড়ে।
বই দু’চোখে স্বপ্ন জাগায়
নিত্য নতুন করে,
খুশি যোগায় ছন্দ ছড়ার
বৃষ্টি পড়ে ঝরে!
সবার সেরা বন্ধু যে বই
জ্ঞানের বাতিঘর,
অধ্যায়নে সফলতা
নিতুই করে ভর।
বই পড়লে
হাত বাড়িয়ে চাঁদের আলো
ধরবে খোকা কয়,
পাখির মত আকাশ পথও
করবে নাকি জয়!
বিশ্বটাকে দেখবে ঘুরে
সাহস বুকে নিয়ে,
অসহায়ের করবে সেবা
তাঁদের পাশে গিয়ে।
সুধায় খোকা বড় হতে
কি করতে হবে?
বাবা বলে বই পড়লে
সফল হবে তবে।
শিক্ষাগুরুর দীক্ষা
শিক্ষাগুরুর দীক্ষা হলো
সমাজ গড়ার আলো,
ছড়ায় সদা জ্ঞানের শিখা
হটায় তিমির কালো।
শিক্ষাগুরু সাহস জোগায়
থাকতে সঠিক পথে,
আদর দিয়ে কঠোর হয়ে
চড়ায় সুখের রথে।
শিক্ষাগুরু দীক্ষা শেখায়
করতে বুদ্ধি পণ,
অসংযমী বিদায় দিতে
লড়তে আমরণ।
শিক্ষাগুরু শিষ্যদেরই
তেমন করে পালে,
যেমন করে পিতা মাতা
জড়ায় মায়াজালে।
শিক্ষাগুরু জাতি গড়ার
শ্রেষ্ঠ কারিগর,
তাদের সেবায় জাহেল ভুলে
আলোক এ ভূধর।
ইচ্ছে জাগে
খুব করে আজ ইচ্ছে জাগে
পাখির মতো উড়তে,
সাদা মেঘের ভেলায় চড়ে
নীল আকাশে ঘুরতে।
রংধনু সাত রঙের ছোঁয়ায়
রঙিন ছবি আঁকতে,
সূর্যি মামার কাছে গিয়ে
মিষ্টি কিরণ মাখতে।
দূরত্বকে আপন করে
একটু ভালোবাসতে,
দুঃখ-সুখের গল্প বলে
হৃদয় খুলে হাসতে।
বাংলাদেশ
সবুজ-শ্যামল স্বর্গ মহল
সব দেশেরই সেরা,
শান্তি ছায়ায় আবেগ মায়ায়
তোমার বাঁধন ঘেরা।
তোমায় নিয়ে স্বপ্ন হাজার
লক্ষ কোটি গানে,
তোমার রূপে মুগ্ধ হয়ে
খুশি জাগে প্রাণে।
তোমার জন্যে মনকাননে
হাজার ইচ্ছেমালা,
তোমায় ভেবে ভুলি আমি
সকল দুঃখ-জ্বালা।
তোমার ছোঁয়া এই আমাকে
মায়ার ডোরে বাঁধে,
ভুলতে তোমায় পারিনা তো
মনটা শুধুই কাঁদে।
ওগো আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ,
তোমার কোলে জন্ম নিয়ে
সুখে আছি বেশ।