Wednesday, December 4, 2024

সর্বশেষ

বাংলা শিল্পকর্মের বিবর্তন তুলে আনতে প্ল্যাটফর্মের সিরিজ আলোচনা

যুগ যুগ ধরে চলে আসা বাংলাদেশের শিল্পকর্মের বিবর্তন তুলে ধরতে একটি ধারাবাহিক আলোচনার আয়োজন শুরু করেছে ‘প্ল্যাটফর্মস’। সম্প্রতি রাজধানীর বারিধারায় ‘ক্যানভাস কনভারসেশন’ শিরোনামের ওই ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রাণবন্ত শিল্প জগতকে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে নতুন এই প্ল্যাটফর্মটি।

সিরিজ আলোচনার প্রথম পর্বে আলোচনায় অংশ নেন একুশে পদকজয়ী বিশ্বখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী (র. নবী), ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্প সমালোচক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. সৈয়দ আজিজুল হক এবং চিত্রশিল্পী, শিল্প সমালোচক ও ডিপার্ট ম্যাগাজিনের সাবেক সম্পাদক মোস্তফা জামান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্ল্যাটফর্মস এবং ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন।

আয়োজনের প্রথম পর্বে বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পীদের সংগ্রাম এবং তাদের শৈল্পিক ভাষার বিকাশ নিয়ে আলোচনা করা হয়। বাঙালি শিল্পকে তুলে ধরার পাশাপাশি প্রাথমিক পর্যায়ের প্রধান শিল্পগুলোকে চিহ্নিত করাও এ পর্বের আলোচ্য বিষয় ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘বাঙালি শিল্পকর্মের শিকড় সম্পর্কে বুঝতে হলে প্রথম প্রজন্মের মূলধারার বাঙালি শিল্পীদের শিল্পকর্মগুলো সংরক্ষণ করা বিশেষভাবে প্রয়োজন। প্ল্যাটফর্ম-এর ক্যানভাস কনভারসেশন-এর মাধ্যমে আমরা এমনই একটি প্ল্যাটফর্ম পাচ্ছি, যেখানে এমন শিল্পীদের সংগ্রাম ও তাদের অবদান স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিভিন্ন আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলা যাবে।’

প্ল্যাটফর্ম ও ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘ক্যানভাস কনভারসেশন সিরিজটিতে অর্থবহ আলোচনার মধ্যে দিয়ে বাংলা শিল্পের সমৃদ্ধ ইতিহাসের খোঁজ পাওয়া যাবে। শিল্প অনুরাগী, বিশেষজ্ঞ এবং এর সঙ্গে সম্পর্কিত বৃহত্তর গোষ্ঠীদের আমন্ত্রণ জানাই বাঙালির শিল্প, এর ইতিহাস ও সাংস্কৃতিক সংযুক্তির এই আসরে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।’

বাঙালি শিল্প ও তার ক্রমবিকাশ সম্পর্কে জানার জন্য প্ল্যাটফর্মস-এর এই ক্যানভাস কনভারসেশন সিরিজটি শিল্প অনুরাগী, বিশেষজ্ঞ এবং বৃহত্তর কমিউনিটির জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.