রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ।
ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালান র্যাব সদস্যরা। পরে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই করে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে গেলো মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। এ ঘটনায় মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়।
পরে মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত ট্রেনটির পরিচালক (গার্ড) খালেদ মোশাররফ বাদী হয়ে কমলাপুর রেলওয়ে থানায় মামলা দা