Sunday, April 20, 2025

সর্বশেষ

একটি ভোটও কারচুপির চেষ্টা হলে কেন্দ্রের ভোট বন্ধ: সিইসি

আসন্ন সংসদ নির্বাচনে একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণের নির্দেশও দেন তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভার শুরুতে সিইসি ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে’ এমন বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদের ভোট দিতে হবে।’

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে জানিয়ে প্রার্থীদের সহযোগীতা প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ‘নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছে আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের।’

এসময় নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.