Sunday, April 20, 2025

সর্বশেষ

নৌকায় ভোট চাইলেন ওবায়দুল কাদের

নোয়াখালী-৫ আসনে নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে তিনি গণসংযোগ করেন।

মুছাপুরের বাংলাবাজারে গণসংযোগের সময় ওবায়দুল কাদের বলেন, ’আমি কিছুই চাই না। শুধু চাই ৭ তারিখ ভোটকেন্দ্রে এসে আপনার মূল্যবান ভোট দেবেন। কাদের ভাই হয়েই গেছে গিয়ে আর লাভ নাই, এইটা যেন না হয়। মরেই গেছিলাম আপনাদের দোয়ায় ফিরে এসেছি। এখানে সম্মান পাচ্ছি, প্রধানমন্ত্রী সম্মান দিচ্ছেন। ১৬ বছর ধরে মন্ত্রী রেখেছেন, তিনবার সাধারণ সম্পাদক করেছেন। আপনারা যদি আমাকে প্রতিদান দেন, তাহলে সম্মানের জায়গাটা আরও বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ’ক্ষমতা চিরদিন থাকবে না। ক্ষমতার দাপট দেখাবেন না। ছোট দল বলে তুচ্ছ করবেন না। যার যার সম্মান তার তার কাছে। এর মধ্য দিয়ে গণতন্ত্র বিকাশিত হবে, গণতন্ত্রের ফুল বিকাশিত হবে।‘

এর আগে রামপুর ইউনিয়নের বামনী বাজারে গণসংযোগ করেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ’বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান। শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।’

এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর শুক্রবার প্রথম নিজ এলাকায় আসেন ওবায়দুল কাদের। বিকালে কোম্পানীগঞ্জের বসুরহাটে পথসভায় বক্তব্য দেন তিনি। আর শনিবার বিকালে কবিরহাটে পথসভায় বক্তব্য দেবেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.