Thursday, December 5, 2024

সর্বশেষ

প্রচারে সাকিবের ব্যস্ত সময় পার

নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান।

আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই তারকা ক্রিকেটার তার নির্বাচনী এলাকার উন্নয়নে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

সদর উপজেলার আঠারোকান্দা, রাঘবদাইর, মোঘি ইউনিয়নসহ নির্বাচনী এলাকার গ্রাম,ইউনিয়ন ও এলাকা ঘুরে তাকে স্থানীয় ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে।

এদিন সাকিবকে দেখতে প্রচুর মানুষ জড়ো হন এবং কেউ কেউ আবার সাকিবকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান।

তিনি ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

মাগুরার রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ জানান, মাগুরা-১ (মাগুরা-শ্রীপুর) আসনে ২ লাখ ৭০৭ জন পুরুষ এবং ১ লাখ ৯৮ হাজার ৯০৭ জন নারীসহ মোট তিন লাখ ৯৯ হাজার ৬১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত ৩০ নভেম্বর মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব।

সাকিব প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.