নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান।
আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই তারকা ক্রিকেটার তার নির্বাচনী এলাকার উন্নয়নে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
সদর উপজেলার আঠারোকান্দা, রাঘবদাইর, মোঘি ইউনিয়নসহ নির্বাচনী এলাকার গ্রাম,ইউনিয়ন ও এলাকা ঘুরে তাকে স্থানীয় ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে।
এদিন সাকিবকে দেখতে প্রচুর মানুষ জড়ো হন এবং কেউ কেউ আবার সাকিবকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান।
তিনি ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মাগুরার রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ জানান, মাগুরা-১ (মাগুরা-শ্রীপুর) আসনে ২ লাখ ৭০৭ জন পুরুষ এবং ১ লাখ ৯৮ হাজার ৯০৭ জন নারীসহ মোট তিন লাখ ৯৯ হাজার ৬১৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত ৩০ নভেম্বর মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব।
সাকিব প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।