Thursday, December 5, 2024

সর্বশেষ

ফেরদৌসের নির্বাচনী প্রচারে হামলা, আহত অন্তত ১৫

রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মারামারির এ ঘটনা ঘটে। ঢামেকে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে জনি বাবু, অনিন্দ্র চৌধুরী, মো. শিশির, মো. রাসেল, আব্দুল জলিল, সোহেল খান, মো. মাহি, মো. ইব্রাহিম, মো. আলিফ ও মো. উজ্জ্বলের নাম জানা গেছে।

ঢাকা মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা বলেন, ‘দুপুরে ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় যাই। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার পথে সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা আমাদের ওপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে আমাদের নেতাকর্মীদের পেটাতে থাকে। এতে আমাদের অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

জানা যায়, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে, এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.