নওগাঁর মান্দায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা। উপজেলাটিতে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে পুরো উপজেলা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার-ব্যানার-ফেস্টুনে।
শেষ মুহূর্তে এসে প্রার্থী ও তাদের সমর্থকরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনটির ১৪টি ইউনিয়নের অলি-গলি। এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
ভোটারেরাও তাদের এলাকার কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত থাকছে এলাকা।
এবারের নির্বাচনে প্রবীণ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিয়েছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনের বৈতরনী পার হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই এলাকার উন্নয়ন এবং ভোটারদের সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এলাকার স্বার্থে নতুন সংসদ সদস্য কাজ করবেন এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
জাতীয় সংসদের ৪৯ নম্বর আসন নওগাঁ-৪ (মান্দা)। এবার আসনটি থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ নৌকা, জাতীয় পার্টির আলতাফ হোসেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের আব্দুর রহমান ডাব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে লড়ছেন আওয়ামী লীগ নেতা এসএম ব্রহানী সুলতান মামুদ গামা এবং বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক ঈগল প্রতীকে মাঠে রয়েছেন।
অপরদিকে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৯- নওগাঁ-৪ (মান্দা) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন। প্রার্থিতা ফিরে পেয়েই ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন তিনি। হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন তিনি।
উপজেলার কশব ইউনিয়নের এক ভোটার বলেন, এবার নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে ট্রাক মার্কার গামা ভাই এগিয়ে আছেন। তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। সুষ্ঠু ভোট হলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
আসনটির ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৭০০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ১৯৭ জন ও নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১৭টি।
মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুল কবির বলেন,আগামী ৭ জানুয়ারি এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মোতায়েন থাকবে। ভোট কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মান্দা থানা পুলিশ বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ উপজেলার ১৪টি ইউনিয়নে সর্বদা পুলিশের টহল অব্যাহত রয়েছে।