নাটোরে মসজিদে যাওয়ার পথে অটোরিকশার চাপায় এক ইমাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়ার ডাল সড়ক এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের ফ্লাশি ফ্লাশ জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে থানার ওসি এ এন এন মাসুদ।
নিহত হাসেম আলী (৩৫) নেপাল দিঘী এলাকার নূর মোহাম্মদ হোসেনের ছেলে ও ফ্লাশি ফ্লাশ জুট মিলের ইমাম।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদ জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে ইমাম হাসেম আলী নিজ বাড়ি নেপাল দীঘি থেকে মসজিদে যাচ্ছিলেন। “তিনি ফ্লাশি ফ্লাশ জুট মিলের সামনে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়।
“গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসেম আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় অটোরিকশার চালক সিংড়ার শেরকোল এলাকার খালেক মিয়ার ছেলে ফেরদৌস আহমেদকে গাড়িসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।