বাংলাদেশের নির্বাচন কমিশন বলেছে, প্রথম চার ঘণ্টায় সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জের দুইটি ও নরসিংদীর একটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।
পাঁচটি কেন্দ্রে ভোট স্থগিত হলেও পরে আবার চালু হয়েছে।
সাময়িক কিছু ত্রুটির কারণে নির্বাচন কমিশনের অ্যাপসে ধীর গতি দেখা গেলেও তা বন্ধ হয়নি, বলে জানিয়েছেন তিনি।