Saturday, April 19, 2025

সর্বশেষ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠন পক্রিয়া শুরু হলো।

বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান হয়। প্রথমেই সংসদ সদস্য হিসেবে শপথ নেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার পর তিনি অন্য সংসদ সদস্যদের শপথ পড়ান তিনি।

আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র, জাতীয় পার্টি এবং অন্য দলগুলো থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন।

শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

সংশ্লিষ্টরা জানান, শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.