Thursday, December 5, 2024

সর্বশেষ

টানা চতুর্থবার শেখ হাসিনা সংসদ নেতা

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছেন আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা।

এ নিয়ে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

এ ছাড়া সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। চিফ হুইপ হয়েছেন নুর ই আলম চৌধুরী।

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সকাল সোয়া ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন।

শপথগ্রহণ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.