আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও সমমনা দলগুলোর নির্বাচন প্রতিহত করার ডাকে সাড়া না দিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।
তিনি বলেন, ‘মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। এজন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
বুধবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনের জয়ের পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এ জনসভার আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘এদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন উৎসর্গ করেছিলেন। অনেক সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীন করেন।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের মানুষের মানুষের থাকার ঘর নেই, বাড়ি নেই, শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেই জাতির জন্য, তাদের ভাগ্য গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন উৎসর্গ করেন।’