Thursday, December 5, 2024

সর্বশেষ

মান্দায় স্কুল মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ, অচেতন ছিল আরও তিনজন

নওগাঁর মান্দায় শামিনুর রহমান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবক উপজেলার চকভবানী গ্রামের সামসুদ্দিনের ছেলে।

পাশাপাশি আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন, বাদলঘাটা গ্রামের আব্দুল জলিলের ছেলে রায়হান আলী (২২), একই গ্রামের হানুর ছেলে আলমগীর হোসেন (২৪) এবং এনামুলের ছেলে সৌরভ (১৭)।

স্থানীয় ভ্যানচালক সুজন জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের কোঁচড়া-বাদলঘাটা স্কুল বাজার এলাকায় (স্কুল মাঠে) শামিনুর রহমান এবং তার তিন বন্ধুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদেরকে দেখতে উৎসুখ জনতা ভিড় করতে থাকে। এরই একপর্যায়ে শামিনুর রহমান ও রায়হান আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শামিনুর রহমান মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রায়হান আলী এবং সৌরভের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আর আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে, কি খেয়ে তারা অচেতন অবস্থায় বারবার বমি করতে ছিলেন নিশ্চিতভাবে এর সদুত্তোর কেউ দিতে পারেননি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি অবগত নয়। তবে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.