মাঘের শুরুতেই দাপট দেখাতে শুরু করেছে শীত। ঘুন কুয়াশা আর হাড়কাঁপানো বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশের কোনো কোনো জায়গায় পাঁচ-সাত দিন ধরে সূর্যের দেখা নেই। এ পরিস্থিতিতে টানা দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস; যা জীবন আরও বিপর্যস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে সর্বোচ্চ ২৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।
আগের দিন সোমবার সর্বনিম্ন সাড়ে ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বরিশালে।