Sunday, April 20, 2025

সর্বশেষ

রাজধানীর আবাসিক হোটেলের বাথরুমে প্রকৌশলীর মরদেহ

রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পল্টনের দ্য ক্যাপিটাল হোটেল থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে পল্টন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

প্রাণ হারানো ৫৫ বছর বয়সী আব্বাস উদ্দীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নির্বাহী প্রকৌশলী ছিলেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্বাস উদ্দীন ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। ওই দিনই তিনি নয়াপল্টনের ভিআইপি রোডে দ্য ক্যাপিটালের ৩০৪ নম্বর কক্ষে অবস্থান করেন।

হোটেল মালিকের বরাত দিয়ে এসআই বলেন, ‘মঙ্গলবার দুপুরের দিকে তার হোটেল ছেড়ে যাওয়ার কথা, কিন্তু কোনো সাড়াশব্দ না পাওয়ায় তার ফোনে যোগাযোগ করে ব্যর্থ হয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে আমরা রাত ১২টার দিকে হোটেল রুমের দরজা ভেঙে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি আব্বাসকে।’

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবুও ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.