Thursday, December 5, 2024

সর্বশেষ

সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু নওগাঁ-দিনাজপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও নওগাঁ জেলায়। জেলা দুটিতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছেন সাধারণ লোকজন।

নওগাঁ

নওগাঁয় সকাল থেকেই কুয়াশা দাপট কম থাকলেও মেঘলা আকাশ ও হাড় কাঁপানো কনকনে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষদের।

সোমবার সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মৌসুমে নওগাঁ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, রোববার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই কুয়াশা কম ও মেঘলা আকাশ, তবে সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে দুপুরের পর একটু সূর্যের দেখা পাওয়া যায়। কিন্তু উত্তাপ ছড়াতে না পারায় বিকেল থেকেই তাপমাত্রা আবারও কমতে শুরু করে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। রাত বাড়আর সঙ্গে সঙ্গে শীতও বাড়ে সমানতালে। এদিকে হাড় কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পরে কেউ সাইকেল নিয়ে আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়েন।

শহরের তাজের মোড় এলাকার ভ্যানচালক মন্টু মিয়া বলেন, ‘এমন শীত এর আগে হয়নি নওগাঁয়। ভ্যান চালানো কঠিন হয়ে যাচ্ছে।’

কাজীর মোড় এলাকায় কথা হয় শ্রমজীবী সুবাস দাসের সঙ্গে। তিনি বলেন, ‘এত ঠান্ডা ঘর থেকে বের হতেই মন চাইছে না। আবার কাজ কাম না করলে পেটে ভাত জুটবে না। তাই বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে।’

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

দিনাজপুর

হিমালয়ের পাদদেশে জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ছবি: নিউজবাংলা
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার দিনাজপুর ও নওগাঁ জেলার বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা।

এর আগে, রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমায় জেলার প্রাথমিকে ছুটি ঘোষণা করা হলেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে দিনাজপুর জেলার ওপর দিয়ে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন ধরে থাকবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.