পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নে এক নারী ও তার শিশু ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় তাদের হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল থেকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৫ বছর বয়সি লাবণী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়ে ছিল আর তার সন্তান আট বছরের রিয়াদ হোসেনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল।
লাবণীর স্বামী দিঘুলিয়া গ্রামের আবদুর রশিদ মালয়েশিয়ায় থাকেন।
স্থানীয়দের বরাতে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘সকালে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এমনিতে কারও সঙ্গে তাদের শত্রুতা ছিল না। কে বা কারা তাদের এভাবে হত্যা করল তা প্রশাসন দেখবে।’
স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ‘ওই বাড়িতে ওই নারী, তার শিশু ছেলে ও শাশুড়ি থাকতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকাপয়সা চুরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নারীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং ছেলেটির মরদেহ বাড়ির পাশের একটি গাছ ঝুলছিল।’
ওসি সেলিম রেজা বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আমাদের কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’