Saturday, July 26, 2025

সর্বশেষ

বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষার মাসের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন তিনি। এর আগে বেলা ৩টার দিকে আয়োজনস্থলে উপস্থিত হন সরকারপ্রধান।

পরে লেখকদের হাতে তিনি তুলে দেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত ‘কালেক্টেড ওয়ার্কস অফ শেখ মুজিবুর রহমান: ভলিউম-২’সহ নয়টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

‘পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের একুশের বইমেলা।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর অমর একুশের সেই কালজয়ী গান গেয়ে শোনানো হয়। অন্যান্য অতিথি এবং আয়োজকদের শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাওয়া মাসব্যাপী বইমেলায় এবার ৬৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ও ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ও ৭৬৪টি ইউনিট বরাদ্দ পেয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। কয়েক বছর ধরে মেলার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল বিভিন্ন ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। এবার বাংলা একাডেমি নিজেই বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্বে থাকছে।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। তবে রাত সাড়ে ৮টার পর কেউ বাইরে থেকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আর শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এ ছাড়া প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.