রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শুক্রবার রাতে মাসুদ ইমাম নামে দুবাই ফেরত এক ব্যক্তির মানিব্যাগে এসব স্বর্ণ পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম বলেন, ‘শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল যাত্রী মাসুদ ইমামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার দুটি মানি ব্যাগ থেকে ৩ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ২৮টি স্বর্ণের বার ও স্বর্ণমুদ্রা জব্দ করা হয়।’
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আটক মাসুদ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।