মিয়ানমারের চলমান সংঘাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে। কক্সবাজারের উখিয়ার ইনানীর বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে মিয়ানমারে হস্তান্তর করা হবে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছুই বলেননি।
বিজিবিসহ একাধিক সূত্র বলছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে এই ৩৩০ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। যেখানে বিজিবির অধীনে আহতদের চিকিৎসা প্রদান করা হয়। উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে মিয়ানমারের নৌ-বাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। আশ্রয়রত ৩৩০ জনকে পৃথক নৌ-যানে ওই জাহাজে নিয়ে গিয়ে এদের হস্তান্তর করা হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ৮টার দিকে এ প্রক্রিয়া শুরু হবে।