Sunday, April 20, 2025

সর্বশেষ

নির্বাচন নিয়ে কে কী বলল, সেটি আমাদের বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ নিয়ে কে, কী বলল তা সরকারের দেখার বিষয় নয়।

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শনিবার এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নির্বাচন বিশেষজ্ঞ মিশনের চূড়ান্ত প্রতিবেদন শুক্রবার প্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

সংস্থাটির ৩৩ পৃষ্ঠার প্রতিবেদনের সারাংশে বলা হয়, সার্বিক দিক থেকে বাংলাদেশে ২০২৪ সালের সংসদ নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনের মূল কিছু আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। অন্তর্ভূক্তিমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য দরকারি নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো সীমিত ছিল।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ দেশে সুন্দর একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। একটি দল ২০১৪তেও তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ইলেকশন বানচাল করতে চেয়েছে। ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। ২০০৮-এ তারা ৩০টির মতো সিট পেয়েছিল। ২০১৮তে ছয়টি সিট পেয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনস্টিটিউশন (সংবিধান) অনুযায়ী যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়, সে জন্য তিনি একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষভাবে আমাদের ইলেকশন কমিশনকে সহযোগিতা করেছে।’

নির্বাচন নিয়ে বিদেশিদের অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনের পরে বিদেশি সাংবাদিকদের যারা আসছিল, তারা বলে গিয়েছে একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং আমেরিকার দুই-একটি সংস্থা থেকেও বলা হয়েছে যে, একটা সুন্দর নির্বাচন হয়েছে।

‘এখন কে, কী বলল, সেগুলো আমাদের বিষয় নয়। আমাদের দেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং আমাদের আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের প্ল্যান অনুযায়ী।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.