Sunday, April 20, 2025

সর্বশেষ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন রোববার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দোয়ায় অংশ নেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি সমাধিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শনিবার বাসসকে জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।”

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেখ লুৎফুর রহমান ও সায়রা খাতুনের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

জাতি উৎসাহ উদ্দীপনা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।

কর্মসূচির সময়সূচি অনুসারে, রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর, সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল ‘রাষ্ট্রীয় স্যালুট’ প্রদান করবে এবং বিউগলে করুন সুর বাজানো হবে।

পরে বিকেলে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে দোয়াও করা হবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.