Sunday, April 20, 2025

সর্বশেষ

সাভারে তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে একটি তেলবাহী লরি উল্টে গিয়ে পেছনে থাকা প্রাইভেটকার ও ট্রাকসহ চারটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

তেলবাহী ট্রাকসহ দুটি মালবাহী ট্রাক, একটি প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সবগুলো যানবাহন। এ ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

সাভার হাইওয়ে থানার এসআই বাবুল আহমেদ জানান, তেলবাহী লড়ি উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আগুন লেগে পাঁচটি যানবাহন পুড়ে গেছে। এ ঘটনায় মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের ঢাকা ৪ নম্বর জোনের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন খোকন জানান, ঢাকা থেকে নবীনগরগামী একটি তেলবাহী লরি ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় একই মুখে পেছনে থাকা চলন্ত তরমুজ ও সিমেন্টবাহী দুটি ট্রাক দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রাকটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। একই সময় পিছনে থাকা আরও একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুর্ঘটনাকবলিত পাঁচটি গাড়িতেই আগুন ধরে যায়।

আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.