Sunday, April 20, 2025

সর্বশেষ

ঢাকাসহ সব বিভাগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের আটটি বিভাগে বৃহস্পতিবার ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ডটকম।

আবহাওয়া নিয়ে কাজ করা ওয়েবসাইটটির পূর্বাভাসে বলা হয়, ‘বৃহস্পতিবার সকাল ছয়টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর শুরু হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগ, ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত আটটার পর থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার জেলার ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

‘আগামীকালের কালবৈশাখী ঝড় থেকে প্রচণ্ড শক্তিশালী বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।’

কোন বিভাগে কখন হতে পারে ঝড়

আবহাওয়া ডটকমের পূর্বাভাসে বিভিন্ন বিভাগে ঝড়ের সম্ভাব্য সময় জানানো হয়েছে।

সিলেট বিভাগ: সব জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ছয়টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।

চট্টগ্রাম বিভাগ: সব জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সকাল আটটার পর থেকে রাত ১২টার মধ্যে দিনে একাধিকবার।

ঢাকা বিভাগ: উত্তর-পূর্ব ও দক্ষিণ দিকের সব জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল আটটার পর থেকে দুপুর তিনটার মধ্যে।

ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, খুবই তীব্র বজ্রপাত ও বড় বড় শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল আটটার পর থেকে দুপুর তিনটার মধ্যে।

বরিশাল বিভাগ: কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা ৬০ থেকে ৭০ শতাংশ বেলা ১১টার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে।

খুলনা বিভাগ: বেলা তিনটার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা ৩০ থেকে ৫০ শতাংশ।

রাজশাহী বিভাগ: বেলা তিনটার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা ২০ থেকে ৩০ শতাংশ।

রংপুর বিভাগ: বেলা তিনটার পর থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা ২০ থেকে ৩০ শতাংশ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.