প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর কাকে ক্ষমতায় বসানো হবে, বিরোধীদের কাছে সেই প্রশ্ন রেখেছেন সরকারপ্রধান।
থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ প্রশ্ন তোলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অতি বামরা আমাকে উৎখাত করতে চায়। সে জন্য আন্দোলন করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার পরে কে?
‘তারা কাকে ক্ষমতায় বসাতে চায়? কে আমার পরে এ দেশের উন্নয়ন করবে?’
সরকারপ্রধান বলেন, তার পরে কে ক্ষমতায় আসবে, সে প্রশ্নের উত্তর নেই বলে আন্দোলনে জনগণের সাড়া ও অংশগ্রহণ নেই।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আন্দোলন দমনের নানা কৌশল দেখা যাচ্ছে। চাইলে আমরাও সেসব পদ্ধতি গ্রহণ করতে পারি। সেভাবে পুলিশকে বলে দিলে আন্দোলন দমাতে পারি।
‘আমার মনে হয় সাংবাদিকরাও এতে আমাকে সমর্থন করবেন!’
আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার থাইল্যান্ড সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।