Thursday, December 5, 2024

সর্বশেষ

আওয়ামী লীগের হীরক জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর (হীরক জয়ন্তী) দিন রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, সকাল সাতটায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠন হয়, যা পরবর্তী সময়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়। দলটি স্বাধিকার, মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.