Wednesday, December 4, 2024

সর্বশেষ

ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সড়কে ফিরল পুলিশ

এক সপ্তাহ কর্মবিরতির পর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বানে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশের সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণেও সড়কে ফিরেছেন তারা।

আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। গত কয়েকদিন ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা; তাদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে। রাজধানীর ধানমন্ডি ৪, শাহবাগ, ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ান বাজার, শিক্ষাভবন মোড়, চানখাঁরপুল মোড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীদেরও দেখা গেছে শৃঙ্খলা রক্ষায় সাহায্য করতে।

কাজে যোগদানের পর কয়েকজন পুলিশ সদস্যকে খুব উৎফুল্ল ও উচ্ছ্বসিত দেখা গেছে।

একজন কনস্টেবল বলেন, ‘কোথায় থাকব? এটাই আমার কাজ এবং পরিচয়। তাই এখানে ফিরে আসাটাও আমার জন্য আশীর্বাদ।’

মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম রনি টিবিএসকে বলেন, তার অফিস ভাঙচুর করা হয়েছে, তা এখনও ঠিক করা হয়নি।

‘তবে আমরা কাজে ফিরে এসেছি। খোলা আকাশের নিচে কাজ করা সহজ হবে না, তবু আমরা ফিরেছি,’ বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর হয়। এরপর থেকে নিরাপত্তার কথা বলে কর্মবিরতিতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা।

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন। তিনি বলেন, বৃহস্পতিবারে মধ্যে যারা কাজে ফিরেবেন না, ধরে নেওয়া হবে তারা চাকরি করতে অনিচ্ছুক।

এই আহ্বানে পুলিশ সদস্যরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে আজ (১২ আগস্ট) থেকে কাজে যোগদানের ঘোষণা দেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.