Sunday, April 20, 2025

সর্বশেষ

গণভবন থেকে লুট করা টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, রেগে সেনাবাহিনীকে ফোন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়।

ওইদিন হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার হিসেবে গ্রহণের নির্দেশশেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
সেদিন গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি।

পরে সিন্দুকে থাকা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে। পরে সেনাবাহিনী ও র‍্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

রাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছেন সমন্বয়করারাজনৈতিক দল গঠন নিয়ে ভাবছেন সমন্বয়করা
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে জানান, গণভবন থেকে ৫-৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেছেন, জানান ওই সেনা সদস্য।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।”

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.