Thursday, December 5, 2024

সর্বশেষ

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। পাঁচজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিএনজিচালক রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। বাকি দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষ দর্শীরা জানান, রোববার দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেকের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও দুজন মারা যায়। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর সিরাজগঞ্জ নলকা সড়কে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.